আবার নিষিদ্ধ তাওহিদ হৃদয়
ক্রিকেটার তাওহিদ হৃদয় আবারও সমস্যার মুখে পড়েছেন। গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ দেখানোয় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। মোহামেডানের অধিনায়ক হৃদয়কে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি।
আম্পায়ার্স কমিটির প্রধান অভি আবদুল্লাহ আল নোমান এই শাস্তির কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, শাস্তি না মেনে নেওয়ায় হৃদয় ম্যাচ শেষে শুনানিতেও যাননি।

এই ডিমেরিট পয়েন্টসহ এখন হৃদয়ের মোট ডিমেরিট পয়েন্ট হলো আট। ডিপিএলের নিয়ম অনুযায়ী, আট থেকে এগারোটি ডিমেরিট পয়েন্ট পেলে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। এর মানে হলো, আগামী পরশু আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না তাওহিদ হৃদয়। এটা মোহামেডান দলের জন্য বড় ধাক্কা।
তবে এই খারাপ খবরের আগে মোহামেডান মাঠের খেলায় দারুণ করেছে। তারা গাজী গ্রুপ ক্রিকেটার্সকে শেষ বলে ৪ উইকেটে হারিয়েছে। শেষ ওভারে ১২ রান দরকার ছিল, যা নাসুম আহমেদ করে দলকে জিতিয়েছেন। মোহামেডান হারলে আবাহনী আগেই শিরোপা জিতে যেত। আবাহনী তাদের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে।