ইউরো জয় করল ইংল্যান্ড: টাইব্রেকারে স্পেনকে হারিয়ে মেয়েরা চ্যাম্পিয়ন
দুই বছর আগের বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত এবার দূর করল ইংল্যান্ড নারী ফুটবল দল। ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনালে দুর্দান্ত এক লড়াইয়ে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে আনলো ইংলিশ মেয়েরা।
⚽ ফাইনাল ম্যাচ: টাইব্রেকারের রোমাঞ্চে ইংল্যান্ডের জয়
স্থান: সুইজারল্যান্ডের বাসেল
পূর্ণ সময়ের ফলাফল: ১-১
টাইব্রেকার ফল: ইংল্যান্ড ৩ – স্পেন ১
ম্যাচের শুরুটা ছিল স্পেনের নিয়ন্ত্রণে। ২৫তম মিনিটে ওনা ব্যাটলের ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে দেন মারিওনা কালদেন্তে। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে স্পেনই ছিল এগিয়ে।
তবে বিরতির পর বদলে যায় দৃশ্যপট। ম্যাচের ৫৭ মিনিটে ক্লোয়ি কেলির ক্রসে হেডে গোল করেন অ্যালেসিয়া রুসো, যা ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনে।
🔁 টাইব্রেকারে ভরসার নাম ইংল্যান্ড
নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্পেনের মেয়েরা প্রথম চারটি শটের মধ্যে তিনটিতেই গোল করতে ব্যর্থ হন। এমনকি ইউরোর সেরা তারকা আইতানা বোনমাতেও লক্ষ্যভেদ করতে পারেননি।

অন্যদিকে ইংল্যান্ড প্রথম ৪ শটের মধ্যে ২টিতে গোল করে এবং শেষ ও নির্ধারণী শটটি নেন ক্লোয়ি কেলি। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড দারুণ দক্ষতায় বল জালে পাঠিয়ে নিশ্চিত করেন ইংল্যান্ডের টানা দ্বিতীয় ইউরো শিরোপা।
🎯 ক্লোয়ি কেলি: আবারও ফাইনালের নায়ক
২০২২ সালের ইউরো ফাইনালের মত এবারও জয়সূচক গোলটি আসে ক্লোয়ি কেলির পা থেকে। ম্যাচ শেষে তিনি বলেন,
“আমি শান্ত ছিলাম, জানতাম বলটা জালেই যাবে।”
এই আত্মবিশ্বাসই তাঁকে করে তুলেছে ফাইনালের নায়ক।
👏 কোচ সারিনা ভাইগমানের দুর্দান্ত সাফল্য
ইংল্যান্ডের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা কোচ সারিনা ভাইগমানের।
তিনি টানা তিনটি ইউরোপিয়ান নারী ফুটবল শিরোপা জিতলেন:
২০১৭: নেদারল্যান্ডস
২০২২: ইংল্যান্ড
২০২৫: ইংল্যান্ড
ম্যাচ শেষে ভাইগমান বলেন,
“আমরা আগেই বলেছিলাম, যেকোনো উপায়ে আমরা জিততে পারি। দলকে নিয়ে আমি ভীষণ গর্বিত। এটি এক অবিশ্বাস্য মুহূর্ত।”