এমবাপ্পে মাঠে নেমেই লাল কার্ড দেখলেন
কিলিয়ান এমবাপ্পে এই প্রথম রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে লাল কার্ড দেখলেন। লা লিগার ম্যাচে দেপোর্তিভো আলাভেসের সাথে খেলার সময় ৩৮ মিনিটের মাথায় তাকে লাল কার্ড দেখানো হয়। প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালেও পরে ভিডিওতে রিপ্লে দেখে সরাসরি লাল কার্ড দেন।
এখন প্রশ্ন হলো, এই লাল কার্ডের জন্য এমবাপ্পেকে কতগুলো ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে।

লা লিগার নিয়ম অনুযায়ী, যদি বল দখলের লড়াইয়ের সময় কোনো ফুটবলার এমন কিছু করে যা সহিংস মনে হয় (এবং তাতে যদি কেউ গুরুতর চোট না পায়), তাহলে সেই খেলোয়াড়কে এক থেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে। তবে সাধারণত এই ধরনের ঘটনায় দুই ম্যাচের বেশি নিষেধাজ্ঞা হয় না।
যদি এমবাপ্পেকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়, তাহলে তিনি আগামী ২০ এপ্রিল অ্যাথলেটিক ক্লাব এবং ২৩ এপ্রিল গেতাফের বিপক্ষে খেলতে পারবেন না। কিন্তু, ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে-র ফাইনালে তিনি খেলতে পারবেন।
কারণ, কোপা দেল রে-র ম্যাচে খেলতে কোনো ফুটবলারের চার বা তার বেশি ম্যাচের নিষেধাজ্ঞা না থাকলে কোনো বাধা থাকে না।
এই লাল কার্ডটি রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পের প্রথম এবং তার পুরো খেলোয়াড়ি জীবনে চতুর্থ লাল কার্ড।