সরকারি চাকরি

কারিগরি শিক্ষা অধিদপ্তরে একাধিক পদে চাকরির সুযোগ ২০২৫

bteb.bdamargoal

কারিগরি শিক্ষা অধিদপ্তরে একাধিক পদে চাকরির সুযোগ ২০২৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও এর অধীনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন লোক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রাথীগণ অনলাইনে আবেদন করতে পারবেন।

  • প্রতিষ্ঠানের নাম – কারিগরি শিক্ষা অধিদপ্তর
  • শূন্যপদ –৭৫১ টি
  • শিক্ষাগত যোগ্যতা – ৮ম শেণী/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/স্নাতক/স্নাতকোত্তর
  • পদের নাম –১৯ টি ভিন্ন পদ
  • বয়স – ১৮ থেকে ৩২ বছর হতে হবে (এভিডেফিট গ্রহণযোগ্য নয়)
  • আবেদনের শুরু তারিখ – ৪ মার্চ ২০২৫
  • আবেদনের শেষ তারিখ – ২৪ এপ্রিল ২০২৫
  • চাকরির ধরন – সরকারী
  • আবেদন ফি – ৫৬ এবং ১১২ টাকা
  • প্রকাশ সূত্র – অফিসিয়াল ওয়েবসাইট

অনলাইনে আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন

আবেদনটি পিডিএফ ফাইল দেখতে লিঙ্কে ক্লিক করুন

কারিগরি শিক্ষা অধিদপ্তরে -এর সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলোর নাম ও পদসংখ্যা নিচে দেওয়া হলো:

১) সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর:
সংখ্যা: ১টি পদ।
কাজ: দ্রুত হাতে লেখা ও কম্পিউটারে টাইপ করা।

২) লাইব্রেরিয়ান:
সংখ্যা: ৬৫টি পদ।
কাজ: লাইব্রেরির বইপত্র ও অন্যান্য জিনিসপত্র দেখাশোনা করা।

৩) সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর:
সংখ্যা: ২টি পদ।
কাজ: দ্রুত হাতে লেখা ও কম্পিউটারে টাইপ করা।

৪)হিসাবরক্ষক:
সংখ্যা: ২৮টি পদ।
কাজ: প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব রাখা।

৫)ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট:
সংখ্যা: ৪টি পদ।
কাজ: হিসাবের কাজ ও অন্যান্য দাপ্তরিক কাজ করা।

৬)এলডিএ কাম স্টোরকিপার:
সংখ্যা: ১৭টি পদ।
কাজ: মালপত্র গুছিয়ে রাখা ও হিসাব রাখা।

৭)সহকারী কাম স্টোরকিপার:
সংখ্যা: ১১টি পদ।
কাজ: মালপত্র গুছিয়ে রাখা ও হিসাব রাখা।

৮)অফিস সহকারী কাম স্টোরকিপার:
সংখ্যা: ৪৬টি পদ।
কাজ: অফিসের কাজ ও মালপত্র গুছিয়ে রাখা।

৯)এলডিএ কাম টাইপিস্ট:
সংখ্যা: ২টি পদ।
কাজ: কম্পিউটারে টাইপ করা ও অন্যান্য দাপ্তরিক কাজ করা।

১০)সহকারী কাম টাইপিস্ট:
সংখ্যা: ২টি পদ।
কাজ: কম্পিউটারে টাইপ করা ও অন্যান্য দাপ্তরিক কাজ করা।

১১)অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর:
সংখ্যা: ২৭টি পদ।
কাজ: কম্পিউটারে তথ্য তোলা ও যাচাই করা।

১২)কেয়ারটেকার:
সংখ্যা: ৭৪টি পদ।
কাজ: প্রতিষ্ঠানের জিনিসপত্র ও পরিবেশ দেখাশোনা করা।

১৩)ড্রাইভার কাম মেকানিক:
সংখ্যা: ২টি পদ।
কাজ: গাড়ি চালানো ও মেরামত করা।

১৪)এলডিএ কাম ক্যাশিয়ার:
সংখ্যা: ৭৯টি পদ।
কাজ: টাকা লেনদেন ও হিসাব রাখা।

১৫)ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ):
সংখ্যা: ৭টি পদ।
কাজ: হাতে-কলমে কাজ শেখানো।

১৬)ক্রাফট ইনস্ট্রাক্টর (ল্যাব):
সংখ্যা: ১৫টি পদ।
কাজ: ল্যাবে কাজ শেখানো।

১৭)অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী:
সংখ্যা: ৪৭টি পদ।
কাজ: অফিসের কাজে সাহায্য করা ও নিরাপত্তা দেওয়া।

১৮)অফিস সহায়ক:
সংখ্যা: ৩১৭টি পদ।
কাজ: অফিসের কাজে সাহায্য করা।

১৯)অফিস সহায়ক/গার্ডেনার:
সংখ্যা: ৫টি পদ।
কাজ: অফিসের কাজে সাহায্য করা ও বাগান পরিচর্যা করা।

অনলাইনে ফরম পূরনের পর ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ সর্বমোট ৫৬, ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

অনলাইনে আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন

আবেদনটি পিডিএফ ফাইল দেখতে লিঙ্কে ক্লিক করুন

bteb circular bdamargoal scaled
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় ফিচার

To Top
$(".comment-click-914").on("click", function(){ $(".com-click-id-914").show(); $(".disqus-thread-914").show(); $(".com-but-914").hide(); });
// Infinite Scroll $('.infinite-content').infinitescroll({ navSelector: ".nav-links", nextSelector: ".nav-links a:first", itemSelector: ".infinite-post", loading: { msgText: "Loading more posts...", finishedMsg: "Sorry, no more posts" }, errorCallback: function(){ $(".inf-more-but").css("display", "none") } }); $(window).unbind('.infscr'); $(".inf-more-but").click(function(){ $('.infinite-content').infinitescroll('retrieve'); return false; }); if ($('.nav-links a').length) { $('.inf-more-but').css('display','inline-block'); } else { $('.inf-more-but').css('display','none'); } // The slider being synced must be initialized first $('.post-gallery-bot').flexslider({ animation: "slide", controlNav: false, animationLoop: true, slideshow: false, itemWidth: 80, itemMargin: 10, asNavFor: '.post-gallery-top' }); $('.post-gallery-top').flexslider({ animation: "fade", controlNav: false, animationLoop: true, slideshow: false, prevText: "<", nextText: ">", sync: ".post-gallery-bot" }); });