সরকারি চাকরি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস একাধিক পদে চাকরির সুযোগ

mes-bdamargoal

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস একাধিক পদে চাকরির সুযোগ ২০২৫।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস একাধিক পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির পদে ১৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • প্রতিষ্ঠানের নাম – প্রতিরক্ষা মন্ত্রণালয়
  • শূন্যপদ –১৩৫ টি
  • শিক্ষাগত যোগ্যতা – এসএসসি/এইচএসসি/স্নাতক/ সমমান
  • পদের নাম –৯ টি ভিন্ন পদ
  • বয়স –সর্বোচ্চ ৩২ (এভিডেফিট গ্রহণযোগ্য নয়)
  • আবেদনের শুরু তারিখ – ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • আবেদনের শেষ তারিখ – ১৭ মার্চ ২০২৫
  • চাকরির ধরন – সরকারী
  • আবেদন ফি – ৫৬, ১১২ টাকা
  • প্রকাশ সূত্র – অফিসিয়াল ওয়েবসাইট

অনলাইনে আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন

আবেদনটি পিডিএফ ফাইল দেখতে লিঙ্কে ক্লিক করুন

১. উচ্চমান সহকারী (ইউডিএ):
পদসংখ্যা: ০৮টি

২. ড্রাফটসম্যান ক্লাস–সি:
পদসংখ্যা: ০৮টি

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক:
পদসংখ্যা: ৪০টি

৪. স্টোরম্যান:
পদসংখ্যা: ২১টি

৫. এমটি ড্রাইভার:
পদসংখ্যা: ১৯টি

৬. ফটোকপি অপারেটর:
পদসংখ্যা: ০৩টি

৭. অফিস সহায়ক:
পদসংখ্যা: ১৭টি

৮. নিরাপত্তা প্রহরী:
পদসংখ্যা: ১৬টি

৯. পরিচ্ছন্নতা কর্মী:
পদসংখ্যা: ০২টি

অনলাইনে ফরম পূরনের পর ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ সর্বমোট ৫৬ এবং ১১২ টাকা (পদ অনুসারে) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করতে কোনো রকম সমস্যা হলে vas.query@teletalk.com.bd ই–মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ১৭ মার্চ ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

অনলাইনে আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন

আবেদনটি পিডিএফ ফাইল দেখতে লিঙ্কে ক্লিক করুন

mes bdamargoal 01 scaled
mes bdamargoal 02 scaled
mes bdamargoal 03 1 scaled
mes bdamargoal 04 scaled
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় ফিচার

To Top