বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)একাধিক পদে চাকরির সুযোগ ২০২৫
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) একাধিক পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।
- প্রতিষ্ঠানের নাম – বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ (বিটাক)
- শূন্যপদ –৭ টি
- শিক্ষাগত যোগ্যতা – ৮ম শেণী/স্নাতক/ সমমান
- পদের নাম –৬ টি ভিন্ন পদ
- বয়স –১৮ থেকে ৩৫ বছর (এভিডেফিট গ্রহণযোগ্য নয়)
- আবেদনের শুরু তারিখ – ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- আবেদনের শেষ তারিখ – ১৩ মার্চ ২০২৫
- চাকরির ধরন – সরকারী (চুক্তিভিত্তিক)
- আবেদন ফি – ৫৬, ১১২ টাকা
- প্রকাশ সূত্র – অফিসিয়াল ওয়েবসাইট
আগ্রহী প্রার্থীগণ আবেদন পত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এব জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আগামী ১৩ মার্চ এর বিকাল ৫ টার মধ্যে প্রোগ্রাম ডিরেক্টা, বিটাক, তেজগাঁও শি/এ, ঢাকা-১২০৮ বরাবর পেীছাতে হবে।

