আইটি ব্লগ

ম্যালওয়্যার ছড়াচ্ছে পিডিএফ ফাইলের মাধ্যমে!

malware-bdamargoal

ম্যালওয়্যার ছড়াচ্ছে পিডিএফ ফাইলের মাধ্যমে!

বর্তমানে অনেকেই ব্যক্তিগত বা অফিসের কাজের জন্য অনলাইন থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করেন। এই সুযোগে কিছু খারাপ লোক ভুয়া আয়কর সংক্রান্ত পিডিএফ ফাইলের মাধ্যমে কম্পিউটারে ক্ষতিকর প্রোগ্রাম (ম্যালওয়্যার) ঢুকিয়ে দিচ্ছে। মাইক্রোসফট এই বিষয়ে সবাইকে সাবধান করেছে।

malware bdamargoal2
ম্যালওয়্যার ছড়াচ্ছে পিডিএফ ফাইলের মাধ্যমে!

এই ম্যালওয়্যারগুলো কম্পিউটারে ঢোকার পরে ব্যবহারকারীর লগইন এবং ব্যক্তিগত তথ্য চুরি করে অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়।

মাইক্রোসফট জানিয়েছে, খারাপ লোকেরা ইমেইলের সাথে ছোট লিংক বা কিউআর কোডসহ পিডিএফ ফাইল পাঠায়। যেখানে আয়কর বিষয়ক বিভিন্ন তথ্য দেওয়ার লোভ দেখানো হয়। পিডিএফ ফাইলের কিউআর কোড বা লিংকে ক্লিক করলেই একটি ওয়েবসাইট খোলে এবং ব্যবহারকারীর কম্পিউটারে ‘রেমকস’, ‘ল্যাট্রোডেক্টাস’, ‘এইএইচকে বট’, ‘গুলোডার’ এবং ‘ব্রুটরেটেল সি ফোর’ নামের ক্ষতিকর প্রোগ্রামগুলো নিজে থেকেই ডাউনলোড হয়ে যায়। এরপর ব্যবহারকারীর অজান্তেই কম্পিউটার থেকে বিভিন্ন তথ্য, এমনকি স্ক্রিনশট নিয়ে অপরাধীদের কাছে পাঠাতে থাকে। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড চুরি হয়ে যায়।

মাইক্রোসফট আরও জানায়, এই একই পদ্ধতিতে গত কয়েক মাস ধরে আমেরিকাতেও সাইবার হামলা চালানো হচ্ছে। এই ধরনের হামলা থেকে বাঁচতে হলে, অচেনা জায়গা থেকে আসা কিউআর কোড বা লিংকযুক্ত পিডিএফ ফাইল থেকে সাবধান থাকতে হবে। এছাড়াও ফিশিং (প্রতারণার মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়া) হামলা থেকে বাঁচতে নিরাপদ যাচাই করার পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান পালো আল্টো নেটওয়ার্কস জানিয়েছে, সম্প্রতি ইউরোপ ও আমেরিকাতে কিউআর কোড ব্যবহার করে ফিশিং হামলা অনেক বেড়েছে। এক্ষেত্রে হ্যাকাররা সরাসরি খারাপ ওয়েবসাইটের ঠিকানা না দিয়ে বিভিন্ন ঘুরানো লিংক ব্যবহার করে। এতে করে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া সহজ হয়।

malware bdamargoal
ম্যালওয়্যার ছড়াচ্ছে পিডিএফ ফাইলের মাধ্যমে!

সহজ কথায়, অনলাইনে পাওয়া সন্দেহজনক পিডিএফ ফাইল এবং সেগুলোর মধ্যে থাকা কিউআর কোড বা লিংকে ক্লিক করার আগে খুব সাবধান থাকুন। আপনার সামান্য অসাবধানতা আপনার মূল্যবান তথ্য চুরি করে নিতে পারে।

1 Comment

1 Comment

  1. Pingback: ম্যালওয়্যার কী, কি ভাবে ডিভাইস সুরক্ষায় রাখবেন - bdamargoal.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় ফিচার

To Top
$(".comment-click-1375").on("click", function(){ $(".com-click-id-1375").show(); $(".disqus-thread-1375").show(); $(".com-but-1375").hide(); });
// Infinite Scroll $('.infinite-content').infinitescroll({ navSelector: ".nav-links", nextSelector: ".nav-links a:first", itemSelector: ".infinite-post", loading: { msgText: "Loading more posts...", finishedMsg: "Sorry, no more posts" }, errorCallback: function(){ $(".inf-more-but").css("display", "none") } }); $(window).unbind('.infscr'); $(".inf-more-but").click(function(){ $('.infinite-content').infinitescroll('retrieve'); return false; }); if ($('.nav-links a').length) { $('.inf-more-but').css('display','inline-block'); } else { $('.inf-more-but').css('display','none'); } // The slider being synced must be initialized first $('.post-gallery-bot').flexslider({ animation: "slide", controlNav: false, animationLoop: true, slideshow: false, itemWidth: 80, itemMargin: 10, asNavFor: '.post-gallery-top' }); $('.post-gallery-top').flexslider({ animation: "fade", controlNav: false, animationLoop: true, slideshow: false, prevText: "<", nextText: ">", sync: ".post-gallery-bot" }); });