ক্রিকেট

সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের

সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের

সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়কত্বের যাত্রা শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজের। এমন এক সময়ে তিনি তা শুরু করছেন, যখন বাংলাদেশ দাঁড়িয়ে কঠিন এক বাস্তবতার সামনে। ওয়ানডেতে সর্বশেষ ৬ ম্যাচের একটিতেও জয় পায়নি। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই সংস্করণে র‍্যাঙ্কিংয়ের দশে নেমে গেছে।

মুস্তাফিজকে নিয়ে শঙ্কায় শ্রীলঙ্কা

এই অবস্থায় বাংলাদেশ আছে আরো একটা শঙ্কাতেও ২০২৭ সালের মার্চের ৩১ তারিখের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা আট এর ভেতর না থাকলে তাঁদের খেলতে হবে বাছাইপর্ব। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল আর বাছাইপর্ব থেকে উঠে আসা ৬টি দল মিলে আগামীতে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া আসরে খেলবে মোট ১৪টি দল।

ওয়ানডে অধিনায়কত্ব শুরুর আগে মিরাজের আপাতত মনোযোগ সরাসরি বিশ্বকাপ খেলার দিকেই, ‘আমরা এখন যে স্টেজে আছি, আমাদের লক্ষ্য এটাই থাকবে, আমরা যেন সরাসরি বিশ্বকাপ খেলতে পারি। তার জন্য আমাদের অনেক ম্যাচ ও সিরিজ জিততে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। র‍্যাঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ।’

সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের
সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের

অবশ্য বাড়তি ‘গুরুত্বপূর্ণ’ ভেবে এ নিয়ে চাপ নিতে চান না অধিনায়ক মিরাজ, ‘আমরা যদি বাড়তি চাপ নিয়ে ফেলি, এটাও কঠিন। ম্যাচ ধরে ধরে আমরা চেষ্টা করব। যেহেতু বিশ্বকাপের আগে আমাদের সামনে আরও ওয়ানডে আছে, আমার মনে হয় যে শুরুটা যদি ভালো করতে পারি, তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে।’

মিরাজের দায়িত্বটাও এখন বাড়ছে। চ্যাম্পিয়নস ট্রফির পর অবসরে গেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। তাঁদের যেকোনো একটি জায়গায় মিরাজ নিজেই, অন্যটিতে লিটন দাস খেলবেন বলে জানিয়েছেন। যদিও মিরাজকে একটু অস্বস্তি নিয়েও অধিনায়কত্ব শুরু করতে হচ্ছে—তাঁকে নেতৃত্ব দেওয়ার পর টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন।

এ নিয়ে আজ নতুন ওয়ানডে অধিনায়ক বলেছেন মেহেদি হাসান মিরাজ বলেন, ‘দলে একজন অধিনায়ক থাকে, কিন্তু খেলতে হয় সবারই। দলের সবার পারফর্ম করাটা অবশ্যই দরকার, সাপোর্ট করাটা গুরুত্বপূর্ণ। সবার আগে দল, বাংলাদেশ।’

২০১৭ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডে সংস্করণে অভিষেক হয় মেহেদি হাসান মিরাজের। এরপর পাঁচ অধিনায়কের অধীনে খেলেছেন মিরাজ, ওই অভিজ্ঞতাও কাজে আসবে বলে মনে করেন অধিনায়ক নিজেই। নিজেও ভারপ্রাপ্ত হিসেবে এর মধ্যেই চারটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের হয়ে ১০৫ ওয়ানডে খেলে ফেলা মিরাজ মনে করেন, অধিনায়কত্বের চাপ সামলে নেওয়ার সক্ষমতা আছে তাঁর।

1 Comment

1 Comment

  1. Pingback: ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত: কী বলছে দিল্লি? - bdamargoal.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় ফিচার

To Top