ইয়ামালের ১০ নম্বর জার্সির বিক্রি প্রথম দিনেই ১ কোটি ইউরো ছাড়াল!
বার্সেলোনার নতুন ১০ নম্বর জার্সি এখন ফুটবল দুনিয়ার আলোচিত বিষয়। কিংবদন্তিদের উত্তরসূরি হিসেবে ক্লাবটির এই আইকনিক নম্বরটি তুলে দেওয়া হয়েছে প্রতিভাবান তরুণ তারকা লামিনে ইয়ামালের হাতে। আর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সেই জার্সির বিক্রি আকাশচুম্বী সাফল্য এনেছে বার্সার জন্য।

🏷️ প্রথম দিনেই ৭০ হাজার ইউনিট বিক্রি!
বার্সেলোনাভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, জার্সি প্রকাশের প্রথম দিনেই বিক্রি হয়েছে প্রায় ৭০,000 ইউনিট। এই বিপুল বিক্রির ফলে বার্সা কর্তৃপক্ষ ব্যাপকভাবে উচ্ছ্বসিত। সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে নতুন এক উন্মাদনা—যা অনেকেই ডাকছেন “লামিনেম্যানিয়া” নামে।
🌍 স্পেন নয়, বিশ্বের ১৭০টি দেশেও ছড়িয়ে পড়েছে উন্মাদনা
জার্সিটির চাহিদা শুধুমাত্র স্পেন বা কাতালুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। নাইকি জানিয়েছে, তারা এরই মধ্যে ১৭০টি দেশে ৩০টি প্যালেট জার্সি পাঠিয়েছে। প্রতিটি প্যালেটে রয়েছে ২,৩০০ জার্সি। অর্থাৎ মাত্র একদিনেই বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে ৭০ হাজারের বেশি ইউনিট।
এই তিন ধরনের জার্সির গড় মূল্য আনুমানিক €১৪৫ ধরা হলে, প্রথম দিনের মোট রাজস্ব দাঁড়ায় প্রায় €১০ মিলিয়ন (প্রায় ১ কোটি ইউরো)। যদিও বেশি বিক্রি হওয়া সাধারণ মডেল বিবেচনায় রেখে আয় কিছুটা কমও হতে পারে।
📈 ইতিহাস গড়ার পথে বার্সা?
২০২৪–২৫ মৌসুমে বার্সেলোনার মার্কেটিং ও মেরচেন্ডাইজিং বিভাগ (BLM) থেকে আয় হয়েছিল আনুমানিক ১৪–১৫ কোটি ইউরো। ইয়ামালের জার্সির প্রথম দিনের বিক্রিই দেখিয়ে দিচ্ছে, ২০২৫–২৬ মৌসুমে বার্সা এই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।