গ্লোবাল সুপার লিগ ২০২৫: ফাইনালে গায়ানার শিরোপা জয়, রংপুরের হতাশা
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৫ সালের গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে স্বাগতিক দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স ৩২ রানে হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে প্রথমবারের মতো শিরোপা তুলে নেয় গায়ানা।
গায়ানার শক্তিশালী ব্যাটিং
প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৯৬ রান সংগ্রহ করে গায়ানা। ইনিংসের মূল স্তম্ভ ছিল দুই ওপেনার জনসন চার্লস (৪৮ বলে ৬৭) ও রহমানউল্লাহ গুরবাজ (৩৮ বলে ৬৬)। শেষের দিকে রোমারিও শেফার্ড (৯ বলে ২৮)* এবং রাদারফোর্ড (১৫ বলে ১৯)* ঝড়ো ব্যাটিং করে ইনিংসটি বড় করতে সহায়তা করেন।

রংপুরের দুর্বল শুরু, ব্যাটিং ব্যর্থতা
টার্গেট তাড়া করতে নেমে ৬৫/৩ স্কোর নিয়ে প্রথম ১০ ওভার পার করে রংপুর। পাওয়ারপ্লের মধ্যেই তারা হারায় ইব্রাহিম জাদরান (৫), সৌম্য সরকার (১৩) এবং কাইল মেয়ার্স (৫)–কে। মাঝের দিকে সাইফ হাসান (২৬ বলে ৪১) ও ইফতিখার আহমেদ (২৯ বলে ৪৬) কিছুটা চেষ্টা করলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না।
শেষ দিকে মাহিদুল (১৭ বলে ৩০) কিছুটা লড়াই করলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি রংপুর। ২০তম ওভারের শেষ বলটি খেলে ১৯.৫ ওভারে ১৬৪ রানে অলআউট হয় দলটি।
গায়ানার বোলিংয়ের সামনে রংপুর বিপর্যস্ত
গায়ানার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন ডোয়াইন প্রিটোরিয়াস—৩৭ রানে ৩ উইকেট। ইমরান তাহির ও গুঁড়াকেশ মোতি নেন ২টি করে উইকেট।
📋 সংক্ষিপ্ত স্কোর:
গায়ানা আমাজন ওয়ারিয়র্স: ১৯৬/৪ (চার্লস ৬৭, গুরবাজ ৬৬, শেফার্ড ২৮*, রাদারফোর্ড ১৯*)
রংপুর রাইডার্স: ১৬৪ অলআউট (ইফতিখার ৪৬, সাইফ ৪১, মাহিদুল ৩০)
ফল: গায়ানা জয়ী ৩২ রানে
ম্যাচসেরা: রহমানউল্লাহ গুরবাজ
টুর্নামেন্টসেরা: ইমরান তাহির
🏏 বিশ্লেষণ ও হাইলাইটস:
- ফাইনালে ব্যাটিংয়ে আগ্রাসী শুরু এনে দেয় গায়ানার বড় সংগ্রহ।
- রংপুরের পেসাররা ছিলেন ব্যয়বহুল, ওমরজাই ও খালেদ আহমেদ সবচেয়ে বেশি রান দেন।
- সাইফ ও ইফতিখারের ইনিংস ছাড়াও রংপুরের ব্যাটিং ছিল হতাশাজনক।
- দ্বিতীয় আসরেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করল রংপুর রাইডার্স।