পাকিস্তানের চাচা ক্রিকেট আবার ঢাকায়: খুঁজছেন বাংলাদেশের প্রিয় মুখ তামিম ইকবালকে
পাকিস্তান ক্রিকেটের অঘোষিত শুভাকাঙ্ক্ষী বলা হয় যাঁকে, তিনি আবদুল জলিল—সমর্থকদের কাছে যিনি পরিচিত ‘চাচা ক্রিকেট’ নামে। জীবনের বহু সময় কাটিয়েছেন গ্যালারিতে বসে নিজ দেশের খেলা উপভোগ করে। এবার আবার এসেছেন বাংলাদেশে, বাংলাদেশ-পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ দেখতে।
🧓 চাচা ক্রিকেট: ক্রিকেটপ্রেমে আজীবন নিবেদিত
পাঞ্জাবের শিয়ালকোটে জন্ম নেয়া আবদুল জলিল কর্মজীবনে ছিলেন আবুধাবিতে। সেখানে থাকতেই শুরু হয় তার ক্রিকেট-ভ্রমণ। পাকিস্তান যেখানেই খেলেছে, চাচা ক্রিকেট সেখানেই হাজির। হাতে পতাকা, গায়ে সবুজ পাঞ্জাবি, মাথায় ক্যাপ—সব মিলিয়ে এক চলন্ত পাকিস্তান বললেও ভুল হয় না।

📍 বাংলাদেশের সঙ্গে আবেগের সম্পর্ক
প্রথম বাংলাদেশ সফরের স্মৃতিও এখনো স্পষ্ট মনে করেন তিনি। বললেন,
“১৯৯৮ সালে ঢাকায় মিনি ওয়ার্ল্ড কাপ দেখতে এসেছিলাম। খেলা হয়েছিল ওই পুরনো মাঠে… বায়তুল মোকাররমের পাশে।”
এরপর অনেক বছর কেটে গেলেও বাংলাদেশের আতিথেয়তা আজও তাঁকে আবেগে ভাসায়। বললেন,
“অনেক দিন পর বাংলাদেশে এলাম। এখানকার মানুষ খুবই ভালোবাসে আমাকে। কক্সবাজারের সমুদ্রসৈকতে যাওয়ার দাওয়াত পেয়েছি, যাওয়ার ইচ্ছাও আছে।”
🤔 খোঁজ নিয়েছেন তামিম ইকবালের
ম্যাচ শুরুর আগে আবদুল জলিল জানতে চাইলেন, “তামিম ইকবাল কই?”
খবর শুনে—তামিম সাত মাস আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন—তাঁর চোখে-মুখে ফুটে উঠল বিষণ্নতা। যেন প্রিয় কাউকে হারিয়ে ফেলেছেন তিনি।
🏟️ মিরপুরে তারকা সমর্থক
গ্র্যান্ড স্ট্যান্ডে ম্যাচের দিন চাচা ক্রিকেট নিজেই যেন দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেকেই তাঁর সঙ্গে ছবি তুলছেন, ভিডিও করছেন। মাঠের বাইরের ‘তারকা’ হয়ে উঠেছেন তিনি। পাকিস্তান দলের অনেকে পর্যন্ত তাঁকে চেনেন। আর বাংলাদেশের সমর্থকরাও আগলে রাখছেন তাকে আপনজনের মতো।
🕰️ অবসরজীবন ও ক্রিকেটের টান
বর্তমানে অবসরজীবনে রয়েছেন আবদুল জলিল। কিন্তু ক্রিকেটের টান আজও কমেনি। সময়-সুযোগ পেলেই চলে যান মাঠে। আজও ঠিক তেমনই, তিন ম্যাচের সিরিজের সব কটি দেখবেন বলে জানিয়েছেন।