জর্ডানের তাস্কার অ্যাপারেল কোম্পানিতে ৩০০ জন নারী পোশাককর্মী নিয়োগ করা হবে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের তাস্কার অ্যাপারেল কোম্পানিতে ৩০০ জন নারী পোশাককর্মী নিয়োগ করা হবে।
সুযোগ-সুবিধা:
- থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা সম্পূর্ণ ফ্রি।
- আসা-যাওয়ার বিমানভাড়া কোম্পানি বহন করবে।
- মাসিক মূল বেতন ২১ হাজার ৩১১ টাকা।
চাকরির শর্ত:
- দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন।
- ওভারটাইমের ব্যবস্থা আছে।
- চাকরির চুক্তি ৩ বছর, যা নবায়নযোগ্য।
- নিয়োগকর্তা থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের খরচ দেবেন।
- চাকরিতে যোগদানের বিমানভাড়া ও ৩ বছর পর দেশে ফেরার বিমানভাড়া নিয়োগকর্তা দেবেন।
- অন্যান্য সুযোগ-সুবিধা, শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
- বাংলাদেশে বা জর্ডানে মামলা থাকলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন।
- একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে।
- প্রত্যেক কর্মীকে ন্যূনতম ২টি মেশিনের কাজে পারদর্শী হতে হবে।
- যারা আগে জর্ডান থেকে এসেছেন, তাদের আবেদনের প্রয়োজন নেই। তবে, যারা শুধু তাস্কার কোম্পানিতে ছিলেন, তারা পুনরায় আবেদন করতে পারবেন।
বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ: মেডিকেল ফি ১ হাজার টাকা।
ফিঙ্গার প্রিন্ট ২২০ টাকা।
বোয়েসেলের সার্ভিস চার্জ ২৩ হাজার ৫০০ টাকা (যা জর্ডান যাওয়ার ৩ মাস পর কোম্পানি ফেরত দেবে)।
এই টাকা ছাড়া অন্য কোনো অতিরিক্ত খরচের প্রয়োজন নেই।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে
সাক্ষাৎকারের সময় যা আনতে হবে: ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ৪ সেট রঙিন ও ৪ সেট সাদাকালো ফটোকপি।
একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে।
সাক্ষাৎকারের স্থান ও তারিখ: ৭ মার্চ সকাল ৮টায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা।
যোগাযোগ:
ফোন: ০২-৪৮৩১৯১২৫, ০২-৪৮৩১৭৫১৫
অনলাইনে আবেদনের জন্য ১০০ টাকা ফি দিতে হবে।
বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই।
কর্মী নির্বাচনে বোয়েসেল নিজেই সিদ্ধান্ত নেয়।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে

