সরকারি চাকরি

বিমান বাহিনীর রেকর্ড অফিস কার্যালয়ে ড্রাইভার পদে চাকরির সুযোগ ২০২৫

bd-air-bdamargoal

বিমান বাহিনীর রেকর্ড অফিস কার্যালয়ে ড্রাইভার পদে চাকরির সুযোগ ২০২৫

বিমান বাহিনীর রেকর্ড অফিস কার্যালয়ে নতুন লোক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের দরখাস্ত স্বহস্তে পূরণ করে ডাকযোগে আবেদন করতে পারবেন।

  • প্রতিষ্ঠানের নাম – বিমান বাহিনীর রেকর্ড অফিস
  • শূন্যপদ –১৭ টি
  • শিক্ষাগত যোগ্যতা – এসএসসি পাশ
  • পদের নাম –১ টি ভিন্ন পদ
  • আবেদনের বয়স- ২১ -৩২ বছর
  • আবেদনের শুরু তারিখ –৮ মার্চ ২০২৫
  • আবেদনের শেষ তারিখ – ১৩ এপ্রিল ২০২৫
  • চাকরির ধরন – সরকারি
  • আবেদন ফি – ২০০ টাকা, ব্যাংক ড্রাফট /পে-অর্ডার
  • প্রকাশ সূত্র – অফিসিয়াল ওয়েবসাইট

শর্তাবলীঃ
১। আগ্রহী প্রার্থীদের দরখাস্ত স্বহস্তে পূরণ করে ডাকযোগে ১৩ এপ্রিল ২০২৫ তারিখ ১৪৩০ ঘটিকার মধ্যে অধিনায়ক, বিমান বাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরাতন বিমান বন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ ঠিকানায় পৌঁছাতে হবে। হাতে হাতে আবেদনপত্র জমা গ্রহণযোগ্য নয়।

২। প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে “বিমান বাহিনী কেন্দ্রীয় বেসরকারী তহবিল” এর অনুকূলে ২০০ (দুইশত) টাকা মূল্যের অফেরত যোগ্য ব্যাংক ড্রাফট /পে-অর্ডার সংযুক্ত করতে হবে (পোস্টাল অর্ডার গ্রহণ যোগ্য হবে না)। ব্যাংক ড্রাফট /পে-অর্ডার অবশ্যই ঢাকাস্থ মহাখালী/ফার্মগেইট/কাওরানবাজার/ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার অগ্রণী/সোনালী/জনতা ব্যাংকে পরিশোধ যোগ্য হতে হবে। বর্ণিত এলাকা সমূহ ব্যতীত অন্য কোন এলাকায় পরিশোধযোগ্য ব্যাংক ড্রাফট /পে-অর্ডার গ্রহণযোগ্য হবে না। ব্যাংক ড্রাফট /পে-অর্ডার ব্যতীত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৩। সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্যতোলা পাসপোর্ট সাইজের ৪ (চার) কপি সত্যায়িত রঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে।

8। সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট, মার্কশীট এবং প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।

৫। অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত কপি/ অনুলিপি সংযুক্ত করতে হবে।

৬। অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি/ অনুলিপি সংযুক্ত করতে হবে।

৭। আবেদন পত্রের সাথে রেজিস্টার্ড ডাকযোগে প্রবেশপত্র পাঠানোর জন্য ১০ টাকার ডাকটিকিট সম্বলিত প্রার্থীর ঠিকানা ও মোবাইল নম্বরসহ ৪”X৮” সাইজের খাম অবশ্যই সংযুক্ত করতে হবে।

৮। নাগরিকত্বের স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র/জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

৯। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে।

১০। খামের উপর প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।

১১। লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোন প্রকার ভ্রমন/দৈনিক ভাতা প্রদান করা হবে না।

১২। জমাকৃত আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্র ফেরৎ দেওয়া হবে না।

১৩। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। আবেদনপত্রের উপর কোন ধরনের সুপারিশ অযোগ্যতা হিসাবে গণ্য হবে।

১৪। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্য সম্বলিত অথবা বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সমূহ বাতিল হিসেবে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষেত্রে কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

১৫। সকল পরীক্ষার সূচি (লিখিত, ব্যবহারিক ও মৌখিক) পরীক্ষার তারিখ এসএমএস/পত্রমারফত এবং অত্র অফিসের ওয়েবসাইটের (www.baf.mil.bd) মাধ্যমে জানানো হবে।

১৬। কর্তৃপক্ষ উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন।

বিমান বাহিনীর রেকর্ড অফিস কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

screencapture hotjobs bdjobs jobs bafrc bafrc4 htm 2025 03 10 11 53 35
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় ফিচার

To Top